
আর এক মহেশ্বর
জ্যৈষ্ঠের ফ্যাকাসে আকাশের নিচে জাকারাণ্ডার ঘন নীল শামিয়ানা। গাড়ি চলেছে নীল জাজিমের ওপর দিয়ে। যেন এখনি বিউগল বেজে উঠবে। প্যারাট্রুপারের বদলে জাকারাণ্ডা ক্যানপি থেকে ঝরে পড়বে রাশি রাশি নীল ফুল। এ উৎসব সাজ কি শুধুই উচ্ছ্বাস? নাকি এই নীল রোমাঞ্চের…