পৃথিবীর প্রায় সমস্ত ধরনের মুখোশই জড়ো করেছে কানাডার ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়া সংলগ্ন মিউজিয়াম অব এন্ত্রোপোলজি ওরফে মোয়া। এই জাদুঘরে সালিশ সমুদ্রবর্তী আদিবাসীদের এ্যাতো বেশি প্রদর্শনীর আয়োজন আছে যা তুলনাহীন। এ মাসেই আমেরিকার সিয়াটল মিউজিয়াম অব আর্ট ওরফে স্যাম, আদিবাসী চারু কারু শিল্পকে প্রাধাণ্য দিয়ে গড়ে তোলা বার্ক মিউজিয়াম, সুকুয়ামিশ মিউজিয়াম বা দোয়ামিশ মিউজিয়ামে যা দেখেছি,তাকে সমৃদ্ধ করলো মোয়া।

পৃথিবীর নানাপ্রান্ত থেকে সংগৃহীত আদিবাসী মুখোশের ছবি তুলতে তুলতে ফোনের মেমোরি ভরে গেলে আর তুলতে পারিনি। এখানে রইলো সেইসব মুখ ও মুখোশর কয়েকটি ছবি।